মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

বাংলা । ৬০১ । আজকের কবিতা ক্ষুধার্ত ছেলেটি -------- সঞ্জয় দাস


আজকের কবিতা 


ক্ষুধার্ত ছেলেটি
 --------
সঞ্জয় দাস 

শব্দের ঐশ্বর্য
বিলাসিতায় পরিপূর্ণ
মধুরতার বিনাশ
স্বপ্নের হতাশা নিয়ে
পাশে দাঁড়িয়ে থাকার
বেদনায় মগ্ন আমি

জঠরের ক্ষুধা
অপেক্ষামান চোখে মুখে
স্বপ্নকে দেখে যায়
দুচোখের আঙিনা জুড়ে
উদ্বিগ্ন  - চঞ্চলতা
কিছুটা পাওয়ার উল্লাস
হতাশায় জড়িয়ে ধরে
নিমজ্জিত হৃদয়াবেগ

বাঁধ মানে না অশ্রুধারা
অখেয়ালী মনে পলায়ন বৃত্তি
সইল না মোর প্রাণে
সহসা যেতেই ধাবমান দূরে ।  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...